Main Menu

৮ এপ্রিল বিজয়নগরের সিঙ্গারবিলে সন্ত্রাস,জঙ্গীবাদ মাদক বিরোধী সমাবেশ ও চলতি অর্থ বছরের বাজেট সভা

+100%-

অাগামী ৮এপ্রিল ২০১৭ ইং শনিবার সকাল ১০টায় সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে সন্ত্রাস জঙ্গীবাদ মাদক বিরোধী সমাবেশ এবং সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত অর্থ বাজেট সভা অনুষ্ঠিত হবে।উক্ত সভায় উপস্থিত থাকার জন্য সিঙ্গারবিল ইউনিয়নের দু’বারের নির্বাচিত শ্রেষ্ঠ চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া সংশ্লিষ্ট সবাইকে অামন্ত্রণ জানিয়েছেন।

সভায় উপস্থিত থাকবেন,জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান,জেলা পুলিশ সুপার মুহাম্মদ মিজানুর রহমান,লে:কর্ণেল মুহাম্মদ শাহ অালী অধিনায়ক,১২বিজিবি,সরাইল,উপজেলা চেয়ারম্যান, এড.তানবির ভূঁইয়া, মেজর শেখ নাজমুল অারেফিন পরাগ কো: কমাণ্ডার,র‍্যাব -১৪ ভৈরব ক্যাম্প,অাক্তার উন নেছা শিউলি, উপজেলা নির্বাহী অফিসার বিজয়নগর প্রমুখগণ।প্রেসবিজ্ঞপ্তি