ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা:: ৮ জন নিহত। তিনজন গুরুতর আহত
মোহাম্মদ মাসুদ , সরাইল থেকে : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্হলেই বেশ কয়েকজনের মূত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১০ টার দিকে সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-৩১-৯২২৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, মাইক্রোবাসে মোট ১১জন যাত্রী ছিল। তারা সিলেট থেকে ঢাকার পথে যাচ্ছিলেন। ইসলামপুর এলাকায় ঢাকা থেকে মৌলভীবাজার এনা পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের সাত জন যাত্রী নিহত হন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪০ বছর বয়সী আরেক নারী মারা যান। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।