Main Menu

জনপ্রিয়তায় তৃতীয়বার সাতবর্গের মেম্বার নির্বাচিত হলেন হাজী জামাল মিয়া

+100%-

Jamalগত ৭ মে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় ইউ পি নির্বাচনে বিজয়নগর উপজেলাধীন ০১ নং বুধন্তি ইউনিয়নে ৯নং ওয়ার্ড সাতবর্গে জনপ্রিয়তার ভিত্তিতে তৃতীয় বার (হেট্রিক) বেসরকারী ভাবে সাধারণ সদস্য (মেম্বার) পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবকারী হাজি মো: জামাল মিয়া। প্রাপ্ত ভোটের ফলাফলে ২টি কেন্দ্রে ফুটবল প্রতিককে তিনি পেয়েছেন সর্বোচ্চ ৮২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: আসিকুর রহমান বৈদ্যুতিক পাখা প্রতিকে পেয়েছেন ৮০২ ভোট । তৃতীয় বার নির্বাচিত করায় তিনি এলাকাবাসীর নিকট কৃতজ্ঞতা ও ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি






0
0Shares