বর্তমান সরকারের আমলেই ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইনের কাজ শেষ হবে : রেলপথ মন্ত্রী
ডেস্ক ২৪::রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলেই ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইনের কাজ শেষ হবে। তিনি বলেন, ডাবল লাইনের এ কাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাতায়াতে অন্ততঃ দুই ঘন্টা সময় বাঁচবে।
তিনি গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীর উপর নির্মিত দ্বিতীয় ভৈরব রেলসেতুর নির্মাণ কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাহ উদ্দিন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, মহা-ব্যবস্থাপক (পূর্ব) মোজাম্মেল হক, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনসহ রেলপথ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের উন্নয়নের জন্য ডাবল লাইনের অংশ হিসেবে আশুগঞ্জের মেঘনা নদীর উপর ৫৬৭ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় রেলসেতুর নির্মাণ কাজ চলছে। ২০১৬ সালে এ সেতুর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সেতুর নির্মাণ কাজ পেয়েছে ভারতের ঠিকাদারী প্রতিষ্ঠান ইরকন ও এএফ কন লিঃ।