Main Menu

জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানব বন্ধন

+100%-


”সড়ক নিরাপত্তা আমাদের, অধিকার বাস্তবায়নে চাই অঙ্গিকার” স্লোগানে আশুগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কে জেব্রা ক্রসিং ও স্প্রীড ব্রেকার নির্মানের দাবিতে মানব বন্ধন করেন কামাউড়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৭০০ ছাত্র-ছাত্রী।  মঙ্গল বার বেলা ১১ ঘটিকায় ব্র্যাকের  সড়ক নিরাপত্তা কর্মসূচি ও এ্যাডভোকেট সি ফর স্যোসাল চেইঞ্জ এর আয়োজনে ও সহযোগিতায় প্রায় ৩০ মিনিট পর্যন্ত মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে উপস্থিত ছিলেন ব্র্যাকের জিএম রেজা সুমন  ও অন্যান্য সহযোগি গণ।
প্রসঙ্গত, এই পর্যন্ত দুই বার স্থানীয় উপজেলা প্রশাসন বরাবর দুই বার ও সড়ক জনপথ বিভাগ ব্রাহ্মণবাড়িয়া জেব্রাক্রসিং নির্মাণের দাবিতে আবেদন করা হয়।« (পূর্বের সংবাদ)Shares