Main Menu

অনিদিষ্টকালের জন্য আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

+100%-


গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে অনিদিষ্টকালের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে করে প্রতিদিন দেড় কোটি টাকা মূল্যের ১২শ মেট্রিকটন ইউরিয়া উৎপাদন ব্যাহত হবে। চলতি অর্থ বছরে কারখানার ১লক্ষ ৪০ হাজার মেট্রিক টন লক্ষ মাত্রা নির্ধারণ করেছে বিসিআইসি।  চলতি অর্থ বছরে কারখানা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ১লক্ষ ৫০ হাজার ২৮ মেট্রিকটন ইউরিয়া সার  উৎপাদন হয়েছে। তবে দীর্ঘদিন কারখানার উৎপাদন বন্ধ থাকলে সার সংকটের আশংকা রয়েছে।

কারখানার মহা-ব্যবস্থাপক(্উৎপাদন) ওমর খৈয়াম জানান, দেশের সবগুলো বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করার জন্য বিসিআইসির নির্দেশে আজ মঙ্গলবার সকাল থেকে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।  কবে নাগাদ গ্যাস সরবরাহ চালু হবে তা বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গ্রীষ্ম মৌসুমে দেশবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সবগুলো বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার জন্য সার কারখানা গুলোর গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় সরকার। এর আগে ২০১৪ সালেও একই কারণে দেশের সবগুলো সার কারখানায় গ্যাস সরবরাহ দীর্ঘ ৪মাস বন্ধ ছিল।