১৪ এপ্রিল আশুগঞ্জ গণহত্যা দিবস
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
![](https://i0.wp.com/dev.brahmanbaria24.com/wp-content/uploads/2015/04/ashu14315.jpg?resize=660%2C330)
পাক সেনারা আশুগঞ্জে ওই দিন সকালে আশুগঞ্জ বাজারে আসার পথে সোহাগপুরে হামলা চালায়। পরবর্তীতে জেলার সোনারামপুর, ধানের বাজার, মাছ বাজার, রেল গেইটে, রেল স্টেশনে, বড়তল্লায়, খোলাপাড়ায়, লালপুরে, চরচারতলা গ্রামের নিরীহ লোকজনকে কিছু বুঝার ওঠার আগেই নির্বিশেষে হত্যাজজ্ঞ চালায়।
আশুগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইকবাল হোসেন জানান, স্বাধীনতার ৪৩ বছর পরেও এখানে শহীদের স্মরণে কোন স্মৃতি স্তম্ভ গড়ে উঠেনি। –
« ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমি`র বৈশাখী মেলা শুরু (পূর্বের সংবাদ)