Main Menu

আশুগঞ্জে কলেজ ছাত্র আহত হওয়ার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ॥ গাড়ী ভাংচুর,আহত ১৫

+100%-

প্রতিনিধি ॥  ঢাকা-সিলেট মহাসড়কের  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সোহাগপুর আব্বাস উদ্দিন খান মডেল কলেজের সামনে রবিবার দুপুরে গাড়ী চাপায় আজিজুল হক(২০) নামে এক কলেজ ছাত্র গুরতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় স্থানীয় একটি প্রাইভেট কিনিকে ভর্তি করা হয়।সে সোহাগপুর আব্বাস উদ্দিন খান মডেল কলেজের বিজ্ঞান বিভাগের প্রথমবর্ষের ছাত্র।
এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে কলেজের সামনে মহাসড়ক অবরোধ করে।

এ সময় মহাসড়কের দাড়িয়ে থাকা ৫টি যাত্রীবাহী বাস,৩টি সিএনজি ব্যাপক ভাংচুর করে শিক্ষার্থীরা। এতে অন্তত ১৫জন যাত্রী আহত হয়।আহত যাত্রীদের স্থানীয় বিভিন্ন কিনিকে চিকিৎসা সেবা দিয়ে তাদের গন্তব্যস্থলে পাঠানো হয়েছে। এলাকায় আতংক ছড়িয়ে পড়ে এবং ঢাকা-সিলেট মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ও সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ শিক্ষার্থীদেরকে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে দুপুর ২টায় অবরোধ তুলে নেয়। দুপুর ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পরে পুলিশ চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে।






Shares