Main Menu

আশুগঞ্জে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত॥

+100%-

নিজস্ব প্রতিবেদক॥আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হল জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১ জানুয়ারী সোমবার সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ।
সভায় উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিঃ সহ-সভাপতি আজিজুর রহমান জজ মিয়া, সহ-সভাপতি ইদ্রিস হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী শাহাজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দু মিয়া, মোসা মিয়া, নূরু মিয়া, তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল হাসিম, বিএনপির নেতা শফিকুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আলমগীর খা, শরীফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি ফাইজুর রহমান, সাধারণ সম্পাদক মোর্শেদ খাঁ, সাংগঠনিক সম্পাদক নাছির মিয়া, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম কোয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল পারভেজ, সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, দপ্তর সম্পাদক রাব্বি, প্রচার সম্পাদক মীর সুমনসহ উপজেলার ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।