আশুগঞ্জে বাজার মনিটারিং কমিটি (টাস্কর্ফোস) গঠন
পবিত্র রমযান মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বাজার মনিটারিং কমিটি (টাস্কর্ফোস) গঠন করা হয়েছে। আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী বাইন হীরা স্বাক্ষরিত এক পত্রে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিনা আক্তারকে আহবায়ক ও আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদারকে সদস্য সচিব করে ১৩ সদস্য বাজার মনিটারিং কমিটি (টাস্কর্ফোস) এই কমিটি প্রতিদিন পবিত্র রমযান মাসে আশুগঞ্জ উপজেলায় প্রতিটি বাজার মনিটারিং করবে।
এই ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী বাইন হীরা শুক্রবার সন্ধ্যায় জানান পবিত্র রমযান মাসে আশুগঞ্জ উপজেলার প্রতিটি বাজারে কোন ব্যবসায়ি অহেতুক মূল্য বৃদ্ধি বন্ধ করা, পণ্যে ভেজাল মিশ্রন হচ্ছে কি না, ক্রেতাদের নিরাপত্তা, পণ্যের কালোবাজারি বন্ধ, ফুটপাত মুক্ত হকার করাসহ নিয়মিত বাজার মনিটারিং করার লক্ষে টাস্কর্ফোস এই কমিটি গঠন করা হয়েছে।