Main Menu

নবীনগরে বাজারের দুই দোকানে চুরি যাওয়া মোবাইলসহ চোরের দল আটক

+100%-


মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে: ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের সহযোগিতায় দেবিদ্বার ফুলবাড়িয়া এলাকা থেকে নবীনগর বাজারের মোবাইলের দোকানে চুরি হওয়া মোবাইল সেটসহ তিন (০৩) জনকে আটক করে। থানা সূত্রে জানা যায়, গত ১০ মে ভোর রাতে নবীনগর বাজারের দুইটি মোবাইলের দোকানে এবং বাঙ্গরা বাজারে দুইট দোকানে বড় ধরনের চুরি হয়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। ঐ দিনই দুই মোবাইল দোকানের মালিক চুরির বিষয়ে ভিডিও ফুটেজসহ নবীনগর থানায় অভিযোগ করে। সেই অভিযোগের প্রেক্ষিতে নবীনগর থানা পুলিশ তদন্তে নামে।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পালের দিক নির্দেশনায় নবীনগর থানার পুলিশের একটি চৌকশ দল গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের সহযোগিতায় দেবিদ্বার ফুলবাড়িয়া এলাকা থেকে নবীনগরে চুরি হওয়া কিছু মোবাইল সেট ও চুরির কাজে ব্যবহৃত কিছু আধুনিক যন্ত্রপাতিসহ তিন (০৩) জনকে আটক করে। আটকৃতরা হচ্ছে হোমনার মাইছ চর গ্রামের মোঃ আক্কাছ মিয়া’র ছেলে মোঃ জসিম উদ্দিন (২২), মুরাদনগরের কাল্লামা গ্রামের মৃত নীল মিয়ার ছেলে মোঃ পারভেজ (২৪) ও কদমতলী গ্রামের রুবেল প্রকাশ হাবিবের স্ত্রী সুমি বেগম (২০)। আটককৃতদের শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই ব্যাপারে নবীনগর থানার ওসি (তদন্ত) রাজু আহমেদ বলেন, অল্পসময়ের মধ্যে নবীনগরে এই ধরনের চুরি হওয়ায় আমরা এলাকার বিভিন্ন স্থানে গুপ্তচর নিয়োগ করি এবং টেকনিক্যাল কিছু পদক্ষেপ গ্রহণ করি। তার ফলশ্রুতিতে আমরা খুব কম সময়ের মধ্যে চুরির কাজে লিপ্ত এই সংঘবদ্ধ দলকে আটক করতে সক্ষম হই। এই চুরির ঘটনা ছাড়াও আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।






Shares