স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের প্রধান সমন্বয়ক হুমায়ুন রশিদের বদলী ও গ্রেড উন্নয়নের দাবীতে নাসিরনগরে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের দাবি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক হুমায়ুন রশিদকে অন্যায় ভাবে বদলীর প্রতিবাদ ও গ্রেড উন্নয়নের দাবীতে নাসিরনগর প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার দুপুর দুইটার দিকে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট এসোসিয়েশন নাসিরনগর শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট এসোসিয়েশনের নাসিরনগর শাখার আহবায়ক সফিউল আলম বক্তব্যে বলেন, ১৯৯৮ সালে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীশেখ হাসিনা ঘোষণা করেন স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন আপগ্রেড করা হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজো তা বাস্তবায়ন করা হয়নি। আমরা প্রধানমন্ত্রীর ওয়াদার বাস্তবায়ন চাই।
আলমাস উদ্দিনের সঞ্চালনায় মানবন্ধনে আরো বক্তব্য রাখেন, নাসিরনগর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক জুলহাস শাহসহ ফজল ভূইয়া ও নীলকান্ত বিশ্বাস প্রমুখ।
মানববন্ধ শেষে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেয়।