Main Menu

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবেনা-অভিভাবক সমাবেশে এমপি সংগ্রাম

+100%-

নাসিরনগর প্রতিনিধি:: জেলার নাসিরনগরে কুন্ডা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগষ্ট সকালে কুন্ডা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া-০১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বছরের শুরুতে ছাত্রছাত্রীদের বই তুলে দিয়েছে আওয়ামীলীগ সরকার। উপবৃত্তির ব্যবস্থা করেছে ১ম শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। অভিভাবক সমাবেশের মূল উদ্দেশ্য হল মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এই শিক্ষাকে এগিয়ে নিতে হলে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকসহ সকল শ্রেণির মানুষের দায়িত্বশীল হতে হবে।
এ সময় অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত না থাকায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এমপি সংগ্রাম। তিনি আরো বলেন, আপনাদের সকল দাবী আমি পূরণ করব তেমনি আমারও কিছু দাবী আছে সে সকল দাবী পূরণ করতে হবে। আমার দাবী হল স্কুলের মানসম্মত শিক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করতে আপনাদের সচেতন হতে হবে। আমি যতদিন ক্ষমতায় থাকব ততদিন নাসিরনগরের কোন স্কুলে রাজনীতি করতে দিবনা। ব্যক্তি স্বার্থে বা রাজনৈতিক স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইলে তাদের আইনের আওতা এনে বিচারের মুখোমুখি করব। নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে দেয়া হবে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতি, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার






Shares