Main Menu

প্রধান মন্ত্রী উদ্বোধনের পরে ও কাংখিত সুূূূফল পাচ্ছেনা না দুই জেলার মানুষ

+100%-

bolobadraনাসিরনগর(ব্রাক্ষণবাড়িয়া)প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সরাইল-নাসিরনগর-লাখাই মহা সড়কের বলভদ্র নদীর ব্রীজ উদ্ভোধনের পর ও, ব্রীজের উপর দিয়ে চলাচল করতে পারছে না সিএনজি। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে ও কাংখিত সুূূূফল ভোগ করতে পারছে না দুই জেলার মানুষ। প্রতিদিন সেখানে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি। সরেজমিন গিয়ে দেখা গেছে , লাখাই হতে সি এন জি ফান্দাউক ষ্ট্যান্ডে আসার পর প্রতিটি সিএসজি টাকা ছাড়া নাসিরনগর যেতে দিচ্ছেনা ফান্দাউকের একটি চাদাঁবাজ চক্র। নাসিরনগরের দিকে যেতে চাইলে প্রতি সি এন জি থেকে ২০০ টাকা দাবী করছে তারা। টাকা প্রদানে ব্যর্থ হলেই ফিরিয়ে দিচ্ছে সিএনজি। জানা গেছে ফান্দাউক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক,ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন ও শাহজাহান শাহের নেত্রীত্বে কিছু সংখ্যক লোক মিলে এ চাদাঁবাজি করছে । এতে বিরম্ভনার স্বীকার হচ্ছে দুই জেলার সাধারণ মানুষ। চাদাঁবাজির ভুক্তভোগি রুদ্র বাংলার সাংবাদিক আব্দুল কাদের সেন্টু,সুশেন চক্রবর্তী, রুবেল মল্লিক সহ আরো অনেকেই জানায়, রির্জাভ গাড়ী পর্যন্ত আসতে দিচ্ছেনা টাকা ছাড়া। টাকা দিতে অস্বীকার করলে স্টেন্ডের চাদাঁবাজরা বিভিন্ন ভাবে হয়রানি করে।এমনকি শারিরীক ভাবে লাঞ্চীত করার ঘটনাও ঘটছে।এব্যপারে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক,ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। জানা গেছে চাদাঁবাজী বন্ধ ও সিএনজি চলাচলের জন্য নাসিরনগর অটোটেম্পু শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে।






Shares