নাসিরনগরে রাস্তা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল দুই মাসের শিশুর
নিজস্ব প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বসতবাড়ির রাস্তা নিয়ে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল ফারিয়া ২ মাসের এক শিশুর। সোমবার বিকালে উপজেলার গোকর্ন ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানার (ওসি) তদন্ত মো. কবির হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই জোছনা বেগম তার বাবার বাড়িতে বসবাস করে আসছিল। তার স্বামী কাবির মিয়া প্রবাসী। কিছুদিন পূর্বে জোছনা বেগম স্থায়ীভাবে বসবাস করার জন্য গোকর্ণ ইউনিয়নের পশ্চিম পাড়ায় জায়গা ক্রয় করে। তার জায়গার পাশে জসিম মিয়াও জায়গা ক্রয় করেন। দুজনের পাশাপশি বাড়ি হওয়ায় প্রায়ই তাদের মধ্যে পায়ে হাটার চলাচলের রাস্তা নিয়ে তর্কবির্তক হতো। এর সূত্র ধরে ২৭ এপ্রিল বিকেলে জসিম ও জোছনার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জসিম ১০/১৫ জন লোকসহ দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে জোছনার উপর। তখন প্রাণ বাঁচাতে জোছনা পাশের বাড়ি শাহাজান মিয়ার ঘরে আশ্রয় নেয়। সেখানেও জোছনার উপর হামলা করে। তখন জোছনার কোলে থাকা দুই মাসের শিশু মাথায় মারাত্মকভাবে আঘাত পায়। এর কিছুক্ষণ পরই মারা যায় দুই মাসের শিশু ফারিয়া।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পায়ে হাটার রাস্তা নিয়ে দুপক্ষের ঝগড়া হয়। এক পর্যায়ে জসিম তার দল নিয়ে জোছনার উপর হামলা করে। তখন মাথায় আঘাত প্রাপ্ত হয়ে জোছনার দুই মাসের শিশু ফারিয়া মারা যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামী গ্রেপ্তার করতে পুলিশের তিনটি টিম কাজ করছে।