বিবাহীত ও অবিবাহিতদের মধ্যে কাবাডি খেলা
নাসিরনগরে ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঐতিহ্যবাহী কাবাডি (হাডুডু) খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্য আর মানুষের মাঝে সম্প্রীতির সেঁতুবন্ধন অটুট রাখতে এ খেলার আয়োজন করা হয়।
সোমবার ২৩ মার্চ বিকেল ৫ চার সময় ধরমন্ডল ইউনিয়নের মঞ্জু মেম্বারের বাড়ির খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে দুটি কাবাড়ি দল অংশ গ্রহণ করে। একটি বিবাহীত অপরটি অবিবাহিত কাবাড়ি দল।
খেলা পরিচালনা কমিটির সদস্য ধরমন্ডল দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ফকরুল ইসলাম জানান, দেশের জাতীয় খেলা কাবাডিকে ঠিকিয়ে রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নেই। গ্রামের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ বাড়াতে প্রতি বছর খেলার আয়োজন করা উচিত বলে মনে করেন এ শিক্ষক। আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
খেলায় অবিবাহিত কাবাডি দলকে হারিয়ে বিবাহিত দল বিজয়ী হন।