Main Menu

নাসিরনগরে আগুনে ২ দোকান ভস্মিভূত।।

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধি।।নাসিরনগরের গুকর্ন ইউনিয়নের চৈয়ারকুড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১টি ইলেক্ট্রনিক ও কনফেশনারী দোকান পুড়ে প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকান মালিকরা।
সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দশটায় বৈদ্যুতিক সার্কিট  থেকে আগুনের সূত্রপাত হয়। এতে একটি এলেক্ট্রনিক ও কনফেকশনারী দোকানসহ মোট ২টি দোকান পুড়ে যায়। এলাকার সাধারনমানুষ প্রায় দুঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের মাদবপুর স্টেশনের দুটি গাড়ি এসে উপস্থিত হয়।

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার এ প্রতিনিকে আগুনের ঘটনা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শনন করেছি।






Shares