নাসিরনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান
এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নাসিরনগর। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ৪৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে এ সম্মাননা দেয়া হয়।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) সংসদীয় আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসউদ পারভেজ মজুমদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাফি উদ্দিন, জেলা পরিষদ সদস্য শাহিনা খানম রেবা, ওসি সাজেদুর রহমান, শিক্ষা অফিসার উম্মে সালমা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। কাঁদামাটি দিয়ে মানুষ যেমন পুতুল তৈরি করে, শিক্ষকরা তেমনি ভাবে মানুষ তৈরি করার মহান ব্রত পালন করেন। শিক্ষার বুনিয়াদি বীজ যারা বপন করেন, তারা স্বপ্ন ও বুনে দেন শিশুমনে, যে স্বপ্ন একটি মানুষকে সুন্দর আগামীর পথ দেখায়। তাই শিক্ষকের নিজ নিজ কর্ম ও দায়িত্ব সম্পর্কে সচেষ্ট থেকে সুন্দর ভবিষৎ বির্নিমাণ করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সমিতির সেক্রেটারী ও নাসিরনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম।