Main Menu

নাসিরনগর হিন্দুদের বাড়িঘরে হামলাঃ জড়িত সন্দেহে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

+100%-

ahadএম.ডি.মুরাদ মৃধাঃ নাসিরনগর, সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর আহাদকে(৫০) গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ। মঙ্গলবার(২৭) ডিসেম্বর দুপুরবেলা উপজেলার সদরের ঘোষপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যপারে নাসিরনগর আওয়ামীলীগের সভাপতি রাফি উদ্দিনের সাথে কথা বললে তিনি এ প্রতিনিধিকে জানান, আহাদকে গ্রেপ্তার করেছে কিনা আমি জানিনা।

এ পর্যন্ত সহিংসতার ঘটনায় ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবু জাফর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরের হিন্দু সম্প্রাদয়ের বাড়িঘরে ও মন্দিরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে।






0
0Shares