নাসিরনগর থেকে প্রায় ৬ লক্ষ টাকা নিয়ে বীজের ম্যানেজার উধাও
নাসিরনগর(ব্রাক্ষণবাড়িয়া) সংবাদদাতাঃÑব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা শাখার বীজ এন জি ওর ম্যানেজার মোঃ আরিফুল আলম ভূইয়া ২৭ জানুয়ারী গ্রাহকের প্রায় ৬ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে ব্রাক্ষণবাড়িয়া শাখার ম্যানেজার বাদী হয়ে ৩০ জানুয়ারী নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন যাহার নং ১০২০। রিজিওনাল ম্যানেজার মোঃ মনজুরুল আলম জানান,এ বিষয়ে নিয়মিত মামলার ও প্রস্তুতি চলছে। জানা গেছে মোঃ আরিফুল আলম ভূইয়ার গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিমুলিয়া গ্রামে। তার পিতার নাম মৃত মোঃ আমির উদ্দিন ভূইয়া। আরিফুল আলম ভূইয়া ১লা আগষ্ট ২০০৩ সালে বীজ এন জি ওতে চাকুরীতে যোগদান করে। ৮ ফেব্রুয়ারী ২০১৫ তারিখে তিনি বীজে ম্যানেজার হিসেবে নাসিরনগর শাখা অফিসে যোগদান করেন। আরিফুল আলম ভুইয়া ম্যানেজার পদে যোগদানের পর থেকেই বিভিন্ন গ্রাহকের জমাকৃত টাকা আত্মসাৎ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে অফিসে গিয়ে দেখা গেছে রিজিওনাল ম্যানেজার সহ বেশ কয়েকজন অফিসার বসে আরিফের বিভিন্ন অনিয়ম দুনীর্তি খতিয়ে দেখছে।