নাসিরনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
মোঃ আব্দুল হান্নান- নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া- মঙ্গলবার সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ পালিত হয়। উপলক্ষে সকাল ১০ ঘটিকায় এক বর্নাঢ্য র্যালী উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিল বাক লঙ্গনে মাছের পোনা অবমুক্ত করণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহম্মদের সভাপতিত্বে স্থানীয় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকার। বিশেষ অথিতি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, সদয় ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি, নাসিরনগর উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ছায়েদুর রহমান, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বর মোঃ রফিকুল ইসলাম, মৎস্য চাষী তপন রায় চৌধুরী, বিজয় দাস, নগেন্দ্র চন্দ্র দাস ও উপজেলা যুবলীগ নেতা বশির আল হেলাল, অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রীলীগে আহবায়ক মোঃ নাছির উদ্দিন রানা।