নাসিরনগরে দুই কুখ্যাত ডাকাত ও খুনি আসামী গ্রেফতার
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ মঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভলাকুট ইউনিয়নের বালীখোলা ও সদর ইউনিয়নের ফুলপুর গ্রাম থেকে কুখ্যাত ডাকাত ও খুনি আসামী, কান্দি গ্রামের আলী মোহাম্মদের ছেলে আশরাফুল ডাকাত ও চাপরতলা গ্রামের ইউনুছ মিয়ার ছেলে খুনি কানু ডাকাতকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে দুইজন মিলে রাতে কান্দি গ্রামের কাউছার মিয়া ইঞ্জিন চালিত নৌকা ছিনতাই করে। পরে উক্ত নৌকা নিয়ে বালীখোলা গ্রামে ডাকাতির প্রস্তুতি নেয়। ওই সময় পুলিশ আশরাফুলকে গ্রেফতার করতে পারলেও কানু মিয়া পালিয়ে যায়। পরবর্তীতে খুনি ডাকাত কানু মিয়াকে ফুলপুর গ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানায় গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চারটি করে ককটেল,রামদাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা গেছে ডাকাত কানুর নামে খুন,ডাকাতি, চুরি ছিনতাই থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। তাছাড়াও ডাকাত আশরাফুলের নামে পাঁচটি মামলা ও তিনটি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে বলে জানান।