Main Menu

নাসিরনগরে অরাজনৈতিক সংগঠন “সোচ্চারের” আত্মপ্রকাশ অনুষ্ঠান

+100%-

নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ ১৯ জুলাই রোজ রবিবার বিকাল ৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হল রুমে যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, এই শ্লোগানকে সামনে রেখে একটি অরাজনৈতিক ও প্রতিবাদী সংগঠন আমরা সোচ্চারের আত্মপ্রকাশ হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেধাবী, অন্যায়ের  বিরুদ্ধে প্রতিবাদী বিবেকের তাড়নায়, নির্যাতিতদের পাশে এগিয়ে যাওয়া, দুর্নীতিবাজ ও অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিবাদ করাই তাদের ধর্ম এবং দুর্নীতিমুক্ত উপজেলা গড়া যাদের অঙ্গীকার এ মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এরূপ ২৫ জনের সমন্বয়ে গঠিত হয়েছে আমরা সোচ্চার সংগঠনের উপজেলা কমিটি ।

উক্ত সংগঠনে ব্যাংকার সৈয়দ সালাউদ্দিন মুখুলকে সভাপতি ও ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম ভূইয়া (ইউনুছ) কে সাধারণ সম্পাদক, নাসিরনগরের প্রতিবাদী সংবাদিক মোঃ আব্দুল হান্নানকে তদন্ত কমিটির সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট  আমরা সোচ্চার সংগঠনের কমিটি গঠন করা হয়। এ উপলক্ষ্যে সোচ্চার সংগঠনের সভাপতি সৈয়দ সালাউদ্দিন মুখুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া, বিশেষ অতিথি ছিলেন সাদা মনের মানুষ সুধীর চন্দ্র বর্ধন, সাংবাদিক মোঃ আব্দুল হান্নান, মোঃ আবুল কাসেম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সোচ্চার সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া (ইউনুছ), চৌধুরী সামছুল আলম অনল, উদীচী শিল্পীগোষ্টি নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সংগঠনের সদস্য মোঃ মফিজুল ইসলাম রতন, মোঃ ছোয়াব রাজা, মোঃ জালাল উদ্দিন (মাষ্টার), নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রভাষক প্রবোদ চন্দ্র মৈশান প্রমুখ। সভায় এলাকার বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যাংকার, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিবাদী লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন-নীহারেন্দু চক্রবর্তী, আলোচনা সভা শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অন্যায় অনিয়ম ও দূর্নীতি বিরোধী গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।  






Shares