নাসিরনরে বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও বস্ত্র বিতরণ
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া ঃ বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নূরপুর দক্ষিণ সড়ক বাজারে ইফতার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোঃ রাশেদুল হাসানের সভাপতিত্বে ইফতার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যাম এ.টি.এম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ। নাসিরনগর ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন। বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন শাওন ও যুগ্ম আহ্বায়ক মোঃ সামছুল হক রানা। উক্ত ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের, গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার দুস্ত, অসহায় ৫জন পুরুষ ১ জন তরুণী ও ৭৮জন মহিলার মাঝে শাড়ী,লুঙ্গি ও থ্রি ফিস বিতরণ করা হয়েছে।