নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের ইফতার মাহফিল
মোঃ আব্দুল হান্নান- নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া- ১৩ জুলাই রোজ সোমবার বিকালে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে “ইফতার ও দোয়া” মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাসিরনগরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জমান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহম্মদ,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, সাবেক ভাইস চেয়ারম্যান পদীপ কুমার রায়, দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ নাছির উদ্দিন রানা, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ বশির আল হেলাল,মোঃ আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালনগর ইউ/পি চেয়ারম্যান ডাঃ কিরন মিয়া,ভলাকুট ইউপি চেয়ারম্যান এস এম বাকি বিল্লাল জুয়েল, হরিপুর ও কুন্ডা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোঃ লতিফ হোসেন ও মোঃ ফারুক মিয়া,তাছাড়াও উক্ত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ শিক্ষক,সাংবাদিক,সরকারী কর্মকর্তা কর্মচারী ও সুশিল সমাজের সর্বস্বরের লোকজন উপস্থিত ছিলেন।