নাসির নগর থেকে প্রায় ৫ কেজি ওজনের কষ্টি পাথরের মুর্তি উদ্ধার
মোঃ আব্দুল হান্নান,নাসির নগর, ব্রাক্ষণবাড়িয়াঃÑ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশের এস আই মোঃ ফজলুল হক শুক্রবার প্রায় বার ঘটিকায় নাসিরনগর পশ্চিম পাড়ার ভবানী চৌকিদারের ঘর থেকে ৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করে। জানা গেছে পশ্চিম পাড়ার মাটি কাটার শ্রমিক নির্ধন দাসের স্ত্রী সীতা রানী দাস, নদীতে মাটি কাটার সময় ওই মুর্তিটি পায়। ওই সময় অন্য এক মহিলা দেখে ফেলে। দুইজনের মধ্যে বন্টন নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। পরে বিষয়টি ইউপি সদস্য আজদু মিয়া পর্যন্ত গড়ায়। পরে মেম্বার থানা কর্তৃপক্ষকে খবর দিলে থানা পুলিশের এস আই ফজলুল হক মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নাসিরনগর বাজারের স্বর্ণকার শক্তিপদ সাহাজী ও রতন সাহাজীর মাধ্যমে পরীক্ষা নিরিক্ষা করে কষ্টি পাথরের মুর্তি নিশ্চিত হয়। তবে মুর্তিটির সঠিক মূল্য কেহ বলতে পারছে না।
« প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণে আমরা নিবেদিতভাবে কাজ করতে চাই- আলহাজ্ব মোঃ মুনছুর আলী (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসির নগর থেকে প্রায় ৫ কেজি ওজনের কষ্টি পাথরের মুর্তি উদ্ধার »