নাসির নগরে ট্রাকের ধাক্কা ব্রীজের রেলিং ভেঙ্গে ৩ শিশু আহত
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
মোঃ আব্দুল হান্নান,নাসির নগর, ব্রাক্ষণবাড়িয়াঃ বৃহস্পতিবার সকাল আট ঘটিকায়। রাস্তা পাড়াপাড়ের সময় ধান বোঝাই ট্রাকের ধাক্কা ব্রীজের রেলিং ভেঙ্গে পথচারী ৩ শিশুর উপর পরে আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সরাইল,নাসির নগর ফান্দাউক মহাসড়কের ইছাপুর নামক স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শাহজালাল নামক একটি ধানের বস্তা ভর্তি ট্রাক্টর রাস্তার দক্ষিন পাশ থেকে উওর পাশে যাওয়ার সময় ব্রীজের রেলিংয়ে ধাক্কা মারে।ওই সময় ব্রীজের উওর পাশের রেলিং ভেঙ্গে পড়ে পথচারী শ্রীঘর গ্রামের ফরুক মিয়ার মেয়ে রুনা আক্তা(১০)ইমান আলীর মেয়ে সীমা আক্তার (১০) ও সুমী আক্তার (৮) এর উপর পড়ে মারাত্বক আহত হয়।মূমূর্ষ রুনা আক্তারকে নাসির নগর হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে বলে জানা গেছে।জনতা ট্রাকটিকে আটক করেছে। ড্রাইভার পালিয়ে গেছে।ট্রাকের পেছনে কোন নাম্বার না থাকায় মালিককে খুজে পাওয়া যায়নি।