নাসিরনগরে সরিষার বাম্পার ফলনের সম্ভবনা
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ- নাসিরনগরে এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় কোন প্রকার ক্ষতি হয়নি তৈল জাতীয় এ ফসলের। ফলন ও ভাল হয়েছে। সরিষার ক্ষেত্রে হলুদিয়া প্রাকৃতিক সৌন্দর্য ভরে তুলছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। এ যেন প্রকৃতির রূপের খেলা। মাঠে মাঠে এখন ফুলে ফুলে ভরা হলুদ রংয়ের সরিষার সমারোহ। অল্প খরচে অধিক মুনাফা হবে বলে কৃষকের মুখে হাঁসির ঝিলিক দেখা যাচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় এবার ৫ হাজার হেক্টর জমিতে সরিষা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকরা এবার অতিরিক্ত ৫ হাজার ৬ শত ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ করেছে। কৃষকরা জানায় সরিষা চাষে দ্বিগুন লাভ। তাছাড়া ফুল ও পাতায় ঝরে জৈব সার তৈরি করে জমির উর্বরা শক্তি বৃদ্ধি করে। সে কারণে এ জমিতে পরবর্তীতে রাসায়নিক সারের প্রয়োজন কম হয় ও ধানের ফলনও ভাল হয়। তাই এবারো রবি মৌসুমে এ উপজেলায় ব্যাপক সরিষা চাষ হয়েছে। কৃষকরা আশা করছে, আবহাওয়া অনুকুলে থাকলে এবং প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এবার সরিষা রেকর্ড পরিমাণ বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তাছাড়া নাসিরনগরের মাটি সরিষা আবাদের জন্য খুবই উপযোগী। এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সরিষা চাষ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সি তোফায়েল আহম্মেদ বলেন নাসিরনগরে উন্নত জাতের বারি ১৪ জাতের সরিষা আবাদের প্রতি কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে তিনি বলেন এই জাতের ফলন অনেক বেশি হয়। তিনি আরো জানান জেলার নয়টি উপজেলার মাঝে নাসিরনগর উপজেলার মাটি সরিষা চাষের উপযোগি তাছাড়াও খরচ কম হওয়ায় ও কৃষি বিভাগের সহায়তায় কৃষকরা সরিষা চাষে আগ্রহী হচ্ছে।