গোর্কণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ‘শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান থাকবেন তিন মন্ত্রী
প্রতিনিধি::অবিভক্ত ভারতবর্ষের উজ্জ্বল এক নক্ষত্র মরহুম নওয়াব সৈয়দ সামসুল হুদা জম্মভূমি নাসিরনগর উপজেলার গোর্কণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের তিন দিনব্যাপী ‘শতবর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান আজ শনিবার। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি প্রধান অতিথি ও আইন মন্ত্রী আনিসুল হক এমপি , মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এডঃ মোহাম্মদ ছায়েদুল হক এমপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সভাপতিত্বে করবেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আহসানুল হক মাস্টার। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১ জানুয়ারী ১৯১৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী গোর্কণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উৎসব’ তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা। গান পরিবেশন করবেন আশিক,কিরণ চন্দ্র রায়,চন্দনা মজুমদার,পিংকী,রিংকু,বাউল শিল্পী নাসিমা দেওয়ান,পাগল দুলাল ও বগুড়ার ব্যান্ড দল প্রমূখ।