নাসিরনগরে মিথ্যা অভিযোগে হয়রানির শিকার সাংবাদিক
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ- বস্তু নিষ্ট সত্য সংবাদ প্রকাশ করায় উপজেলা চেয়ারম্যানের রোষানলে পরে মিথ্যা অভিযোগে হয়রানির শিকার এক সাংবাদিক। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকারের বিভিন্ন অন্যায়,অনিয়ম ও দুর্নীতির স্বচিত্র প্রতিবেদন পত্রিকায় প্রকাশ করায় উপজেলা চেয়ারম্যানের রোষানলে পরে মিথ্যা অভিযোগে হয়রানির স্বীকার এক সাংবাদিক। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়। জাতীয় দৈনিক আমার দেশ, স্থানীয় দৈনিক দিনদর্পন, সাপ্তাহিক জনতার কন্ঠ, অনলাইন পত্রিকা, ব্রাহ্মণবাড়িয়া ২৪ ডট কম, এবি নিউজ ২৪ ডট কম এর, নাসিরনগর উপজেলা প্রতিনিধি, দৈনিক ভোরের চেতনার ক্রাইম রিপোটার, দৈনিক দেশের পত্র, দৈনিব বজ্রশক্তি সহ একাধিক পত্রিকার সাংবাদিক মোঃ আব্দুল হান্নানকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে সাংবাদিক মোঃ আব্দুল হান্নানের ছোট ভাই মোঃ আব্দুল মান্নান জঙ্গুর কাছ থেকে ২০ হাজার টাকা হাওলাদ নেয় নাসিরনগর সদরের আনন্দপুর গ্রামের মোঃ জুলহাস মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়া। জঙ্গু তার পাওনা টাকা চাইতে গেলে দুলাল মিয়া দীর্ঘদিন যাবৎ দেম দিচ্ছি বলে ঘুরাইতে থাকে।গত শুক্রবার সকালে জঙ্গু তার পাওনা টাকা চাইতে দুলালের কাছে যায়। দুলাল তখন আবারো কিছুদিনের সময় চায়। এ নিয়ে দু-জনের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটা কাটির পরে দুলাল চলে যায় নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকারের কাছে । উপজেলা চেয়ারম্যান তখন দুলালের স্ত্রী রানু বেগম কে খবর দিয়ে তার অফিসে এনে স্বামী স্ত্রীকে নাসিরনগর হাসপাতালে চিকিৎসা দেখিয়ে রানু বেগমকে বাদী করে সাংবাদিক মোঃ আব্দুল হান্নানকে প্রধান আসামী করে চার ভাইয়ের নামে নাসিরনগর থানায় রানু বেগম কে মারপিট ও নির্যাতনের মিথ্যা অভিযোগ দাখিল করে। অভিযোগের প্রেক্ষিতে সন্ধ্যায় পুলিশের এ এস আই মোঃ কবির নাসিরনগর টেম্পু ষ্টেশন থেকে জঙ্গুকে থানায় নিয়ে আসে। অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন বুঝতে পেরে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুল কাদের উভয় পক্ষের লোকজনকে থানায় নিয়ে নিজ দায়িত্বে সমাধান করে দেন। জানা গেছে এ ঘটনার পূর্বেও উপজেলা চেয়ারম্যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনকে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক হান্নানকে কয়েক বার গ্রেপ্তারের চেষ্টা করে এবং সাংবাদিকের বিরোদ্ধে বিভিন্ন কাল্পনিক ও অবান্তর মন্তব্য করে। তাছাড়াও তার লালিত সন্ত্রাসী বাহিনী দ্বারা সাংবাদিক কে বিভিন্ন ভাবে ফাঁসানোর চেষ্টা করে। উপজেলা চেয়ারম্যানের ফাঁসানোর ভয়ে সাংবাদিক মোঃ আব্দুল হান্নান ও তার পরিবারের লোকজন আতংকে রয়েছে।