Main Menu

নাসিরনগর বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

+100%-

মোঃ আব্দুল হান্নান : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ৮ প্রার্থী, রিটার্নিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সি তোফায়েল হোসেনের নিকট মনোনয়ন দাখিল করেছে। প্রার্থীদের মাঝে রয়েছে মোঃ মোজাম্মেল হক, মোঃ বিল্লাল চৌধুরী, এ.জেড.এম ইমাম রেজা, বর্তমান উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই এ.টি.এম মোজাম্মেল হক সরদার (মুকুল), মোঃ ইদ্রিস আলী, মোঃ আব্দুল আজিজ, এম.এ সায়েম ও মোঃ ইকবাল হোসেন। ২৩মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে অত্র ইউনিয়ন চেয়ারম্যান এ.টি. এম মনিরুজ্জামান সরকার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়ে পড়ে। ২৩  জুলাই জেলা নির্বাচন অফিসের এক পত্রের নির্দেশে অত্র ইউনিয়নে ৫ই আগষ্ট মনোনয়ন পত্র দাখিল ৬ই আগষ্ট বাছাই, ৯ই আগষ্ট প্রত্যাহার ও ২৪শে আগষ্ট ভোট গ্রহণ হতে যাচ্ছে।