নাসিরনগরে ইফতার মাহফিলে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ আহত ৪০
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইফতার মাহফিলে সৃষ্ট বাগ-বিতণ্ডাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পরে অন্তত ৪০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার নাসিরনগরের প্রত্যন্ত চাতলপাড় ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও সাবেক ছাত্রদল নেতা তাবারক উল্লাহ’র সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় চাতলপাড় বাজারের ওয়ালটনের শো-রুমসহ অন্তত ৩০টি দোন ভাংচুর করা হয়। সংঘর্ষ থামাতে পুলিশ আট রাউন্ড রাবার বুলেট ও বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে। চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হাশেম জানান, আজ বৃহস্পতিবার স্থানীয় বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার মাহফিলে ছাত্রদল সভাপতি সোহেল রানা ও সাবেক ছাত্রদল নেতা তাবারক উল্লাহকে জানানো হয়। তাদের মধ্যে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা মারমুখী হলে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। |
« প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জে আসছেন। ৫৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নির্বাচনী এলাকায় জয়নাল আবদিন ফারুককে নিয়ে বিতর্ক »