নাসির নগরে জ্বিনাতংক-উদ্বিগ্ন মায়েরা ,এলাকাবাসী ।
মোঃ আব্দুল হান্নান নাসির নগর প্রতিনিধিঃদশ দিনের ব্যাবধানে চার শিশু ও এক সাবেক চেয়ারম্যানের মৃত্যুর ঘটনায় এলাকায় জিনাতংক বিরাজ করছে বলে চারদিকে ব্যপক আওয়াজ রয়েছে । ঘটনাটি ঘটেছে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা ও বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে ।সরে জমিন এলাকায় গিয়ে ,ঘটনার বিবরনে জানা গেছে ,বৃহস্পতিবার বেলা বারটায় ,বুড়িশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাছন আলী ৯৫ তার নেতা একরামুজ্জামানের সাথে নাসির নগরে মিটিংয়ে যাওয়ার কথা ছিল ।সেই সুবাদে তিনি বাড়ির পিছনে পুকুরে গোসল করতে গেলে আর ফিরে আসেনি ।তার ফিরতে দেরী দেখে তার নাতনী ছানা বেগম তাকে খুজতে গিয়ে পুকুরে তার লাশ পড়ে থাকতে দেখে ।ছানার চিৎকারে বাড়ির লোকজন গিয়ে পুকুর থেকে তার লাশ তুলে আনে ।এ বিষয়ে গতকাল জানতেতার বাড়িতে গেলে প্রতিবেশী মোঃ আজধু মিয়া,তার চাচাতো ভাই দিলু মিয়া,ভাতিজা মোঃ ছপিল মিয়া মেম্ভার,মাও,নজরুল ইসলাম সহ অসংখ্য নারী পুরুষ জানান ,তিনি শিক্ষিত না হলে ও এলাকার একজন ভাল ও জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন ।তিনি একটি মাদ্রাসা ও এতিমখানার সভাপতি ছিলেন ।প্রত্যক্ষদর্শীরাজানান,তার বাবা মুসলিম আলীর ও এই পুকুরে এভাবেই মৃত্যু হয়েছিল ।এবং পুকুর পাড়েই তার কবর রয়েছে ।তারা জানান ,লাশের গলার নীচে ও গালে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে ।তাদের মতে জ্বীন বা যক্কি তাকে মেরে ফেলেছে ।অন্যকোন মানুষ মেরে ফেলেছে কি না? জানতে চাইলে তারা তা অস্বীকার করেন ।পরে চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামে গেলে সেখানে এক লোম হর্ষক কাহিনী শোনা যায় ।সেখানে গিয়ে জানাগেছে ,৭জুলাই কালিউতা গ্রামের নিয়ামত মিয়ার ৬ বছরের মেয়ে তানিয়া আক্তার,১০জুলাই সাজু মিয়ার ৩ বছরের মেয়ে আইরিন আক্তার ,মিটন মিয়ার ছেলে হাফিজুর রহমান৫ইছার উদ্দিনের মেয়ে জাসমিন বেগম ৪ মাস কে জ্বীনে ঘরথেকে ডেকে নিযে পুকুরে পানিতে ডুবিয়ে মেরে ফেলে দেয়্।তাছাড়াও মাসুমের মা মরিয়ম বিবি ৫৫কে ওজু করার সময় ঘাড় ধরে দাক্কা মেরে ফেলে দেয় ।মোছাব্বির মিয়ার ছেলে ফেরদৌস মিয়া কে ঘরথেকে ডেকে বের করে জংগলে নিয়ে গেলে ফেরদৌসের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে রক্ষা করে ।এ বিষয়ে কালিউতা গ্রামের সামসুদ্দিন চৌধুরী ,বশীর উদ্দ্নি ,নুরুল আমীন ,আজমল হোসেন ,মোঃ শাহআলম ,বাতেন মিয়া ,এনামখাঁ,ফারুক মিয়া ,সহ অনেকের সাথে আলাপ করলে তারা জানান ,এবিষয়ে বর্তমানে এলাকায় আতংক বিরাজ করছে।দিনে এমন কি সন্ধ্যারপর কোন ছেলে মেয়ে এমন কি বৃদ্বরা ও বাড়ি থেকে বেরুচ্ছে না ।তারা জানান এ বিষয়ে বৃহস্পতিবার নাসির নগর থানার ওসি তদন্ত মোঃ ইয়াছিন ,এ এস পি মোঃ শাহ আলম বকাউল ঘটনাস্থল পরির্দশন করেছেন।এ বিষয়ে জানতে চাইলে নাসির নগর থানার ওসি মোঃ আব্দুল কাদের চাপরতলা ইউপি চেয়ারম্যান মোঃ ফযেজ উদ্দিন ভুইয়া জানান ,এলাকার আতংকদুর করতে তারা অচিরেই জন সচেতনতামুলক মিটিং করবে ।তাদের মতে তাহা অস্বাভাবিক মৃত্যু । |
« সুলতানপুরে সড়ক দূঘটনায় ২ যুবক নিহত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে পুকুর থেকে ১৫ লক্ষ টাকার মাছ চুরি, চোর আটক »