অপরাধী গ্রেফতারে নাসিরনগর থানা পুলিশের সাফল্য
মোঃ আব্দুল হান্নান- নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ উপজেলা ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কুখ্যাত চোর, ডাকাত, খুনি, ধর্ষন ও অপহরনকারী বিভিন্ন অপরাধী গ্রেফতারে সক্ষম হয়েছে। এ সমস্ত অপরাধী গ্রেফতারে অনেকটা কমে গেছে এলাকার চুরি, ডাকাতি। সম্প্রতি পুলিশের অপরাধী গ্রেফতার অভিযানের ফলে এলাকার অনেক কুখ্যাত ও নামকরা চোর, ডাকাত গা ডাকা দিয়েছে। জানাগেছে ওসি মোঃ আব্দুল কাদের নাসিরনগর থানা যোগদানের পর থেকে তার চৌকষ অফিসারদের নিয়ে রাত দিন অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অবধান রাখছে। যার ফলে কমে গেছে সরাইল নাসিরনগর মহাসড়কের ডাকাতি ও। থানা সূত্রে জানা গেছে গ্রেফতাকৃত খুনি আসামীদের মধ্যে রয়েছে ব্রাহ্মণশাসন ইয়াকুব আলীর ছেলে মোঃ কাউছার মিয়া, ওই গ্রামে হাজী চারু মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া, গুনিয়াউক গ্রামের মোঃ রবি আলীর ছেলে মোঃ লিলু মিয়া, রাজনগর গ্রামের আক্তার হোসেনের ছেলে মোঃ ওয়ারিশ মিয়া, ধরমন্ডল গ্রামের কাজী আবু ইছার ছেলে কাজী আরিছ মিয়া, ফুরপুর গ্রামের শাহেদ মিয়ার ছেলে আরক মিয়া, নুরপর গ্রামের ফুল মিয়ার ছেলে মহরম আলী, ওই গ্রামের আব্দুল আলীর ছেলে কাছম আলী, একই গ্রামের জিলু মিয়ার ছেলে রাষ্ট মিয়া, গুকর্ণ গ্রামের ফকির চাঁন মিয়ার ছেলে আব্দুর সাত্তার, কুলিনকুন্ডা গ্রামের মৃত আবু তালেবের ছেলে আলমাছ আলী ও কেরামত আলী। অপর দিকে গ্রেফতারকৃত এলাকার কুখ্যাত ডাকাতদের মাঝে রয়েছে সরাইল থানার নোয়াগাও গ্রামের জামাল উদ্দিনের ছেলে লিটন, কুন্ডা গ্রামের পটন মিয়ার ছেলে মোঃ নুর মিয়া, কালীকাপুর গ্রামের হাজী আব্দুর ছেলে মোঃ জুর আলী, ছাতিয়াইন গ্রামের মোঃ সোনাই মিয়ার ছেলে নান্নু মিয়া, জেঠা গ্রামের জারু মিয়ার ছেলে নোয়াব মিয়া, খান্দুরা গ্রামের সুরুজ আলীর ছেলে ফারুক মিয়া, কুন্ডা গ্রামের রহমান মিয়ার ছেলে হিরন মোল্লা, আলীয়ারা গ্রামের আলফু মিয়ার ছেলে সাজু মিয়া, চান্দের পাড়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মোঃ মোনায়েম মিয়া, লক্ষীপুর গ্রামের বরজু মিয়ার ছেলে দুলাল মিয়া, নাসিরনগর সদরের করম আলীর ছেলে আব্দুল্লা, দাঁতমন্ডল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে লাফু মিয়া, পূর্বভাগ গ্রামের কুদরত আলীর ছেলে মুসা মিয়া, কুন্ডা গ্রামের জুহর আলীর ছেলে শাহআলম ডাকাত, নুরপর গ্রামের কাছা মিয়ার ছেলে রফিক মিয়া, কুন্ডা গ্রামের দুধ মিয়ার ছেলে মোমিন মিয়া, ছাতিয়াইন গ্রামের আব্দুল জলিলের ছেলে সুমন মিয়া, চিতনা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সুলতান মিয়া, কুন্ডা গ্রামের ছোর আলীর ছেলে মোঃ আলমগীর মিয়া, কুন্ডাগ্রামের জাহের মুন্সি ছেলে আশেক মিয়া, দাতঁমন্ডল গ্রামের চিপত আলীর ছেলে ছেলু মিয়া, কুন্ডা গ্রামের নূর আলীর ছেলে সুজন, হরিপুর গ্রামের নুর মিয়ার ছেলে টেন্ডল মিয়া, দাতঁমন্ডল গ্রামের চিপত আলীর ছেলে বিল্লাল মিয়া, নোয়াগাও গ্রামের চাঁন মোহাম্মদের ছেলে খলিল মিয়া, নাসিরনগর পশ্চিশ পাড়ার মহরম রাজার ছেলে তোবারক রাজা, ফান্ডাউক গ্রামের নান্নু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া, দাঁতমন্ডর গ্রামের আঞ্জব আলীর ছেলে সামশু মিয়া, চাপরতলা গ্রামের হারিছ মিয়ার ছেলে আহাদ মিয়া ।নাসির নগরের আলোচিত মামলা গোলোর মাঝে রয়েছে জি আর ১৬,জি আর ২০,জি আর, ২৮,জি আর ৩৯ উল্লেখযোগ্য ।এ সমস্ত মামলার মধ্যে রয়েছে,২৪ ঘন্টার মাঝে রহস্য উদঘাটন ।জড়িত আসামীদের গ্রেফতার ।লুন্ঠিত তমালামাল উদ্ধারে পুলিশের কাযকর ভুমিকার ফলে স্থানীয় থানা ও পুলিশ বিভাগের প্রতি জনগনের স্বস্তি আস্তা ও বিশ্বাসের সৃষ্টি হয়েছে । |