নাসিরনগরে আইনশৃঙ্খলার উন্নতি কল্পে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিনিধি:- বুধবার বিকাল ৪ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান মোঃ ওমরাও খানের সভাপত্বিতে উপজেলার আইনশৃঙ্খলা উন্নতি কল্পে এক মত বিনিময় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর সার্কেল এর সিনিয়র এ এস পি মোঃ শাহ আলম বকাউল। বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের সহ সঙ্গীয় অফিসারবৃন্দ। উক্ত সভায় এলাকার ১০০০/১২০০ লোকের সমগম ঘটে। মত বিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কুন্ডা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান (পান্না), কুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ লতিফ হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি হাজী সোনা মিয়া, এড: বকুল, জাহের মিয়া প্রমুখ। সকল বক্তারাই বলেন পূর্বে কুন্ডা ব্রীজ হতে ধরন্তী ব্রীজ সরাইল সীমান্ত এলাকা সন্ধ্যা হতে মধ্য রাত্রি পর্যন্ত প্রায়ই ডাকাতির ঘটনার ঘটত। কিন্তু এক দেড় মাস যাবৎ ডাকিতির ঘটনা নেই বললেই চলে, বলে বক্তারা জানান। সভায় এলাকার সচেতন জনতা আগামী উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা মিটিংয়ের পূর্বে নতুন ডাকাদের তালিকা সরবরাহ করবেন বলে উল্লেখ করেন। উপস্থিত জনতা বর্তমানে ধরন্তী ব্রীজ এলাকায় পুলিশের উপস্থিতি ও সাম্প্রতিক সময়ে ডাকাত গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করেন। বক্তারা জানান সরাইল নাসিরনগর মহা সড়কে ডাকাতি সংগঠনকারী ডাকাতদের বাড়ি কুন্ডা, পাকশিমুল, চুন্টা, নোয়াগাঁও এবং মাধবপুর এলাকায়। বর্তমানে পুলিশ ডাকাতি প্রতিরোধে সাধারণ জনগণকে সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে। বর্তমানে আইনশৃঙ্খলার উন্নয়নের জন্য উপস্থিত জনতা সহ বক্তারা নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের ও পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পি,পি,এম কে ধন্যবাদ জানান। বক্তারা আরো বলেন ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দল যদি জনরোষে পড়ে আহত হয় তাহলে সাধারণ জনগন যাতে হয়রানি স্বীকার না হয়, এ জন্য তারা পুলিশের সহযোগিতা কামনা করেন। |
« নাসির নগর সোনালী ব্যাংকে কৃষি ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) শারজায় আগুনে বাংলাদেশিসহ নিহত ৪ »