Main Menu

আগামী ১০ ও ১১ মার্চ ফান্দাউকের সভা

+100%-

পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসুফী আলহাজ্ব সৈয়দ আবদুস সাত্তার নক্শেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসুফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক (মাছুম) আল ক্বাদরী চিশ্তী নক্শেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) দ্বয়ের ইছালে ছওয়াব উপলক্ষে ২দিনব্যাপী ফান্দাউকের সভা আগামী ১০ ও ১১ মার্চ ২০১৭, শুক্রবার ও শনিবার নাসিরনগর উপজেলার ফান্দাউক দরবার শরীফ খেলার মাঠে অনুষ্ঠিত হইবে।

এতে তা’লীম- তারবিয়াত প্রদান করবেন ফান্দাউক দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ ছালেহ আহমাদ (মামুন)। উক্ত মাহফিলে ধর্মপ্রাণ মুসুল্লিগণ উপস্থিত হয়ে দু’জাহানের অশেষ ছওয়াব হাসিলের জন্য অনুরোধ জানানো হয়েছে।প্রেস রিলিজ






0
0Shares