Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় প্রতিপক্ষের হামলায় যুবক আহত, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ(ভিডিও)

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে মুখোশধারী প্রতিপক্ষের লোকজন আনোয়ার হোসেন পাঠান (৩৩) নামে এক যুবক কুপিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর শহরে কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আনোয়ার কান্দিপাড়া এলাকার মাইমলপাড়া মহল্লার মৃত পাঠান মিয়ার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, কান্দিপাড়া এলাকার মাইমলপাড়া মহল্লার জিদু মিয়ার ছেলে টুটুল মিয়ার সঙ্গে আনোয়ারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

পূর্ব বিরোধের জের ধরে বিকেলে কান্দিপাড়া এলাকার শংকর সাহ এর বাড়ির সামনে টুটুলের নেতৃত্বে মুখোশধারী চার/পাঁচজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে আনোয়ারের ওপর হামলা চালায়। এসময় তারা আনোয়ার এলোপাতারি কুপিয়ে আহত করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্বার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আনোয়ারের বাম হাতের কনুই, ডান হাতের কনুইয়ের উপরের অংশ, বাম পায়ের উরুতে এবং পিঠে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। কোনো ধারালো ছুরি দিয়ে কোপানো হয়ে বলে জখম দেখে প্রতিয়মান হয়ে বলে জরুরী বিভাগ সূত্রে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, পূর্ব বিরোধের জের ধরে এক যুবককে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে বলে স্থানীয় লোকজনের মাধ্যমে জানা গেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলেও জানান তিনি।।

 






Shares