নাসিরনগর উপনির্বাচনের তফসিল ঘোষনা, ১৩ মার্চ নির্বাচন
এম.ডি.মুরাদ মৃধা :: ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারী । মনোনয়ন বাচাই ১৪-১৬ ফেব্রুয়ারী। মনোনয়ন প্রত্যাহার ২৩ ফেব্রুয়ারী। এ আসনটিতে আগামি ১৩ মার্চ নির্বাচন অনুষ্টিত হবে।
উল্লেখ্য সরকার দলীয় সংসদ সদস্য এ্যাড. ছায়েদুল হকের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হক গত ১৬ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনের পাঁচবারের সাংসদ ছিলেন।
« ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে নির্মাণাধীন প্রথম ফ্লাইওভার নির্মাণকাজ সম্পন্ন হলে মানুষ ও যান চলাচলের জন্য আরো চারটি রাস্তা হবে (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবায় বিশ্ব ক্যান্সার দিবসে র্যালী অনুষ্ঠিত »