নাসিরনগরে সোনালী ব্যাংকে কৃষিঋণ বিতরণে,অনিয়ম ও ঘুষ দুর্নীতির অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা সোনালী ব্যংকে ক্ষুদ্র কৃষি ঋণ বিতরণে ম্যানেজার মোঃ আক্তার হোসেন ও মাঠ সংগঠক মোঃ আহাদ আলীর বিরোদ্ধে ব্যাপক অনিয়ম ও ঘুষ দুর্নীতির লিখিত অভিযোগ পাওয়া গেছে। নাসিরনগর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আনোযার হোসেন ২৯ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ লিখিত অভিযোগ দাখিল করে।
অভিযোগ থেকে জানা গেছে, ম্যানেজার মোঃ আক্তার হোসেন ও মাঠ সংগঠক মোঃ আহাদ আলীর বাড়ি পার্শ্ববতী সরাইল উপজেলায়। তারা এলাকার প্রভাব খাটিয়ে মোটা অংকের ঘুষের বিনিময়ে ভুয়া কাগজ পত্রের মাধ্যমে প্রকৃত কৃষককে ঋণ না দিয়ে নাম সর্বস্ব কৃষকের মাঝে ঋৃণ বিতরণ করছেন। এ কাজে তাদের সহায়ত করছে স্থানীয় একটি দালাল চক্র। যা ভবিষ্যতে ফেরৎ না পাওয়ার সম্ভাবনা বেশী।এতে একদিকে যেমন প্রকৃত কৃষকরা কৃষি ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ,অপরদিকে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে ।
অভিযোগের বিষয়ে জানতে ম্যানেজার মোঃ আক্তার হোসেনের মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি তা রিসিভ করেননি।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান।