Main Menu

নাসিরনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে আর্থিক অনুদান

+100%-

নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন অসহায় ও গরীব ৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাংসদ বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি’র মাধ্যমে এ চেক প্রদান করা হয়।
গতকাল ৪ জুলাই বৃহস্পতিবার সকালে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল কবির,আওয়ামীলীগ সংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু,গৌর মন্দির কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬টি পরিবারকে এ চেক প্রদান করা হয়। কুন্ডা ইউনিয়নের মোখলেছুর রহমান,বুড়িশ্বর ইউনিয়নের ছাহেব আলী,চাতলপাড় ইউনিয়নের দ্বীন ইসলাম,নাসিরনগরের মতিয়া নাছরিন ও দ্বীনবন্ধু দাস,হরিপুরের তারেক আহেমদকে এ চেক প্রদান করা হয়।



« (পূর্বের সংবাদ)



0
0Shares