নাসিরনগরে নিষেধাজ্ঞা অমান্য: ১ জনকে কারাদন্ড ৩ জনের অর্থদন্ড প্রদান
নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলে জনসমাগম করার অপরাধে ১ জনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও রাস্তা দখল করে সবজি বিক্রির অপরাধে ও বিনাকারণে রাস্তা ঘুরাপেরার অপরাধে তিনজনতে অর্থ দন্ড দিয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধার পর থেকে উপজেলার চাপড়তলা, ধরমন্ডল ও ফান্দাউক ইউনিয়নের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দন্ডবিধির ১৮৬০ ধারার ১৮৬ অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন অহিদ আলী নামে এক চায়ের দোকানীকে। দন্ডপ্রাপ্ত অহিদ আলী উপজেলার ধরমন্ডল ইউনিয়নের রজব আলীর ছেলে।
এ ছাড়া ফান্দাউক ইউনিয়নে আদেশ অমান্য করে সরকারি রাস্তা দখল করে ব্যবসা করার অপরাধে রাকিব মিয়াকে ৩ হাজার টাকা, দোকান খোলে জনসমাগম করার অপরাধে অহিদ আলমকে ৫শ ও কেশব দত্তকে ৫শ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী মেজিষ্ট্র্যাট ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার জানান, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে তাদের এ সাজা প্রদান করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি যোগ করেন।