নাসিরনগরে জেলা পরিষদের উদ্যোগে হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক বিতরণ
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে হ্যান্ড সেনিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় জেলা পরিষদের সদস্য ফারুকুজ্জামান উপজেলার চারটি ইউনিয়নে প্রায় ৫০০ সাধারণ মানুষের মধ্যে এ হ্যান্ড সেনিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করেন।
জেলা পরিষদ সদস্য ফারুকুজ্জামান বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে কোন চিকিৎসা নেই। তবে এ ভাইরাস থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্নতাই বিকল্প মাধ্যম। দিনে কমপক্ষে ৫ বার সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার পাশাপাশি হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করতে হবে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে আতংকিত না হয়ে সচেতন হতে হবে। সব সময় সাবধানতা অবলম্বনের মাধ্যমে চলাফেরা করলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। এছাড়াও তারা জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।