নাসিরনগরে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় চার নারী আহত
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিজমার বিরোধের জেরে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় ঘটেছে। এসময় প্রতিপক্ষের হামলায় চার নারী হয়। গুরতর আহত অবস্থায় সুইটি নামে এক নারীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেন নাসিরনগর থানার ওসি এটিএম আরিচুল হক। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম উত্তর পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত দশ বছর ধরে উপজেলার জেঠাগ্রাম উত্তর পাড়ার আশেক মিয়ার সাথে একই পাড়ার মাহফুজ মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এ ঘটনায় স্থানীয়ভাবে বিচার সালিশ হলেও বিরোধ নিস্পত্তি হয়নি। পরে এ নিয়ে আদালতে মামলা করে আশেক মিয়ার পক্ষের লোকজন। শুক্রবার সকালে আশেক মিয়া খবর পায় জোরপূবর্ক তার জায়গা দখল করে মাহফুজ মিয়া জমিতে ধান রোপন করছে। ধান রোপন করতে বাঁধা দিতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় আশেক মিয়ার পক্ষের চার নারী আহত হয়। আহতরা হলো সজিদা বেগম (৫০), তানিয়া আক্তার (২০), সুইটি (২২) ও কল্পনা বেগম (১৫)।
আহত সুইটি বলেন, আমাদের বাড়িতে কোন পুরুষ মানুষ নেই। সবাই কাজে চলে গেছে। আমাদের জমি দখল করে ধার রোপন করছে মাহফুজ মিয়া। এমন সংবাদ পেয়ে আমিসহ আমার ছোট বোন জমিতে যাই। সেখানে যাওয়ার পর মাহফুজ মিয়ার লোকজন আমাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা হাসপাতালে ভর্তি হই।
নাসিরনগর থানার ওসি এটিএম আরিচুল হক জানান, গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের সংঘর্ষের খবর শুনেছি। চারজন নারী সংঘর্ষে আহত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ নাসিরনগর থানায় মামলা করেনি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।