সরাইলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সারা বাংলাদেশের মত ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও একুশে ফ্রেব্রুয়ারী পালিত হয়েছে। আজ বুধবার ১২টা ১মিনিটে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। এই সময় সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা, সরাইল প্রশসান, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানায়। পরে সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালিত হয়।
কালিকচ্ছ কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ এর সংসদ সদস্য জনাব এডঃ জিয়াউল হক মৃধা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান আনসারী, সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বয়াক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, সরাইল উপজেলা আওয়ামী লীগ নেতা তানবির হোসেন কাউসার, কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি আবু মুছা মৃধা, কালিকচ্ছ কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ মাসুদ (সাংবাদিক), সহ-সভাপতি মোঃ হারুন মিয়া, সাধারন-সম্পাদক মোঃ ছলিম উদ্দিন, সহ-সাধারন-সম্পাদক হাফেজ বশিরউল্লাহ (মেম্বার), সাংগাঠনি সম্পাদক মোঃ আলী মিয়া, কোষাধ্যক্ষ রতন চন্দ্র দেব (রবি), সদস্য মনিক মিয়া, বাবুল মিয়া, আব্দুর রাজ্জাক, দুলাল মিয়া প্রমূখ।
উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে বাড়িউড়া কেন্দ্রীয় শহীদ মিনার শুভ উদ্ধোধন করেন, উদ্ধোধনিয় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নোয়াগাঁও ইউনিয়ন সাবেক জনাব মুনসুর আহমেদ, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক জনাব জসিমউদ্দিন অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পিপিএম (বার) অতিরিক্ত ডিআইজি বাংলাদেশ পুলিশ জনাব মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথী ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ ইকবাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল ব্রাহ্মণবাড়িয়া জনাব মোঃ মনিরুজ্জামান ফকির, ওসি সরাইল থানা জনাব মফিজ উদ্দিন ভূইয়া, ওসি হাঁটিহাতা (বিশ্বরোড) থানা ব্রাহ্মণবাড়িয়া মোঃ হোসেন সরকার, অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ইঞ্জিনিয়ার আবু হানিফ জুয়েল ।