Main Menu

এক অন্য রকম একুশে ফেব্রুয়ারী

ভিন্ন আয়োজন, ভিন্ন মাত্রা, স্বাতন্ত্র্য অনুষ্ঠান নতুন নতুন চমকের মাধ্যমে উপজেলা প্রশাসন আখাউড়া উৎযাপন করলো অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তজাতিক মাতৃভাষা দিবস ২০১৮

+100%-

বরাবরের মতো জাতীয় কর্মসূচীর সাথে মিল রেখে আখাউড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সকলকে সাথে নিয়ে দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের সম্মান জানানোর মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচী। সকালের প্রভাত ফেরী শোভাযাত্রাটি সকল স্থরের মানুষের অংশগ্রহণে এক হৃদয়ের মেলায় পরিণত হয়। ভাষা আন্দোলনের সমসাময়িক গানগুলো পরিবেশন করে উপজেলা শিল্পকলা একাডেমী আখাউড়ার শিক্ষার্থী ও অভিভাবকরা। ছিল ক্ষুদে শিক্ষার্থী মাইশার অনন্য কবিতা পাঠ। আধুনা গঠিত রণাঙ্গণ থিয়েটারের “রক্তাক্ত রাজপথ” নাটকটির পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠানটি ভিন্ন রূপ প্রদান করে। দর্শকরা ছিল উৎফুল্ল ও খোশমেজাজে। উপজেলা নির্বাহী অফিসার জনাব শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সকল অনুষ্ঠানে আখাউড়ার রাজনৈতিক ব্যাক্তিবর্গের পাশপাশি সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকছাত্র, সর্বস্তরের সূধীজন উপস্থিত ছিলেন। সবশেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছিল সুন্দর আপ্যায়নের ব্যবস্থা।প্রেস বিজ্ঞপ্তি






Shares