সরাইলে ৪টি কেন্দ্রে শুরু হয়েছে জেএসসি পরীক্ষা
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
সরাইল প্রতিনিধি:: সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। গত রোববার সকাল ১০টা থেকে ৪টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়েছে। রোববার সকালে সরাইল উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান হোসেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈনুল আবেদিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদ খালেদ জামিল, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার প্রমুখ
উল্লেখ্য, চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ হাজার ৩৪৫জন পরীক্ষার্থী।
« নীল তিমি সম্পর্কে বিচিত্র কিছু তথ্য (পূর্বের সংবাদ)