সরাইলে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্র্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ শনিবার আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গণ পাঠাগার উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্কুল ,কলেজের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিলিত হয়। এতে বঙ্গবন্ধু গণ গ্রন্থাগারের সভাপতি এখলাছুর রহমানের সঞ্চালনায় আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গণ পাঠাগারের সভাপতি মো: শফিকুর রহমান সভাপতিত্বে।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ,এস,এম মোসা, সরাইল সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা জাতীয় পার্টিও সভাপতি হুমায়ুন কবির,ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারী গণ গ্রন্থাগার সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম লিমন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদ আহবায়ক সায়মুন ইসলাম,বাংলাদেশ বেসরকারী গন্থাগার পরিষদ বিভাগী সম্বনয়ক শিব চরণ বিশ্বাস।
বক্তব্য রাখেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইয়ুব খান,স্বাগত বক্তব্য রাখেন শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।