Main Menu

সরাইল উপজেলা কোয়াটারে ডাকাতি

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ::  সরাইল উপজেলা চত্বরের বিআরডিবি কোয়াটারে ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে নির্বাহী কর্মকর্তার বাস ভবনের সামনের ওই কোয়াটারের এক পরিবারের সদস্যদের মারধর করে স্বর্ণালঙ্কার সহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা। গৃতকর্তা মতিউর রহমান খান জানান, তার স্ত্রী উম্মে হেরাম বেগম বিআরডিবি’র মাঠ সংগঠক পদে কাজ করছেন। গত মঙ্গলবার দুপুরে বিশেষ প্রয়োজনে মতিউর ব্যাংক থেকে ষাট হাজার টাকা উত্তোলন করেন। রাতে যথাসময়ে তারা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে মুখোশ পড়া সংঘবদ্ধ একদল ডাকাত গ্রীলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে কৌশলে প্রধান ফটকের সিটকারি খুলে কক্ষের ভেতরে প্রবেশ করে। পরিবারের অন্য সদস্যদের মারধর করে ভয়ভীতি দেখায় ডাকাতরা। গৃহকর্তী উম্মে হেরামকে পাউডারের সাহায্যে অজ্ঞান করে অন্যত্র সরিয়ে নেয়। এ সময় তার পড়নের ও আলমিরায় রক্ষিত চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ষাট হাজার টাকা অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ওই কোয়াটারটি তিন দিকে অরক্ষিত। এ ঘটনায় কোয়াটারে বসবাসকারি অন্যান্য পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সকালে খবর পেয়ে ইউএনও, উপজেলার সকল কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ বলেন, এটা ডাকাতি নয় চুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, উপজেলা পরিষদের কোন প্রতিরক্ষা দেওয়াল না থাকায় সকল ধরনের মানুষ অবাধে যাতায়ত করছে। আর সন্ধার পর কমপ্লেক্সের বিভিন্ন অফিসের বারান্দায় মাদকের আড্ডা বসে। কে কি চিনা মুশকিল। চুরি ডাকাতি তো হবেই। এখানকার কোয়াটারে বসবাসকারি কর্মকর্তা কর্মচারিদের কোন নিরাপত্তা নেই।






Shares