সরাইলে ৫ অটোরিকশা ছিনতাইকারী গ্রেপ্তার — প্রভাবশালীদের তদবির
সরাইল প্রতিনিধি:
সরাইলে পাঁচ সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইকারীকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গত বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বেড়তলা নামক এ ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের থানা থেকে ছাড়িয়ে নিতে রাতভর চলে প্রভাবশালীদের তদবির। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে সরাইলের বিশ্বরোড মোড় থেকে পাঁচ যুবক ভৈরব যাওয়ার কথা বলে একটি অটোরিকশা ভাড়া করে। অটোরিকশাটি মহাসড়কের বেড়তলা এলাকায় পৌঁছার পর সামনের সীটে বসা দুই যুবক চালক সোহেল মিয়ার(২৮) চোখে স্প্রে মেরে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর চালককে ধাক্কা মেরে সিএনজি থেকে ফেলে দেয়। পেছন থেকে যাত্রীবাহী একটি মাইক্রো দ্রুত গতিতে গিয়ে ওই সিএনজিটিকে আটক করে। লোকজন হাতেনাতে পাঁচ ছিনতাইকারীকে আটক করে। পরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সঙ্গাহীন অবস্থায় চালককে সরাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি কসবা উপজেলায়। আটককৃত ছিনতাইকারীরা হলো- নরসিংদী জেলার মনোহরদি উপজেলার মাদুশাল মধ্যপাড়ার সামছুল হক ভূইয়ার ছেলে মো: আলমগীর হোসেন (২৯), মৃত জহির উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন পলাশ (২৫), কাটাবাড়িয়া খান বাড়ির মৃত মোশাররফ হোসেন খানের ছেলে মোয়াজ্জেম হোসেন খান (৩১), উত্তর বারদিয়ার মো: সাইফুদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩২) ও ফায়েজ উদ্দিনের ছেলে মো: রফিকুল ইসলাম (৩২)। সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) মো: শহিদুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার পাঁচ ছিনতাইকারীকে আদালতে প্রেরন করা হয়েছে।