Main Menu

সরাইলে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে::সরাইলে অসহায় দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার চুন্টা মুক্তমঞ্চ প্রাঙ্গনে বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মাসুদুর রহমানের সহযোগিতায় আইন শৃঙ্খলা উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভার পর শীতের কম্বল বিতরন করেন অতিথিরা। স্থানীয় স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (এস ডব্লিউ এফ) আয়োজনে ইউপি চেয়ারম্যান শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মোঃ তারেক কামাল। এ ছাড়া বক্তব্য রাখেন-  সৈয়দ গোলাম কিবরিয়া, বিশিষ্ট শিল্পপতি মোঃ নজরুল ইসলাম সুমন, সহকারি অধ্যাপক শেখর কুমার দেব ও এস ডব্লিউ এফ- এর সম্পাদক বিধান চন্দ্র দেব প্রমূখ। বক্তারা বলেন, সমাজের অসহায় দরিদ্র লোকদের সেবা করা বিত্তবানদের দায়িত্ব। কনকনে শীতে এখন সারা দেশই কাঁপছে। তিন বেলার আহার যোগাড় করা যাদের জন্য অসাধ্য তারা এ শীতে খুবই কষ্টে আছেন। এমন সত্যটি অনুধাবন করেই অজপাড়া গায়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামক সংঘঠনটি এগিয়ে এসেছে। তাদের মত সমাজের বিত্তবান লোকদেরকেও এমন মহৎ কাজে এগিয়ে আসা উচিত। স্থানীয় আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশের পাশাপাশি সমাজ সচেতন ব্যক্তিদেও নিঃস্বার্থ ভাবে কাজ করতে হবে। সকল অন্যায়, অনাচার, চুরি, ডাকাতি, বাল্য বিয়ে ও মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করতে হবে। পরে অতিথিরা চুন্টা ইউনিয়নের বিভিন্ন গ্রামের সহ¯্রাধিক দরিদ্র মহিলা ও পুরুষদের মাঝে কম্বল বিতরন করেন। কম্বল হাতে পেয়ে রসুল গ্রামের বৃদ্ধা কমলা বেগম (৬০) ও বড়াইল গ্রামের মোঃ নাছির উদ্দিন (৫৫) বলেন, বাবা হেতায় শীত কমে না। হুব কষ্টে রাইত পার করতাছি। কম্বলডা হুব আরাম দিব। যেরা এই কম্বলডা দিছে আল্লাহ তারারে চওয়াব দিব। তারার লাইগ্গা দোয়া করি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সংঘঠনের সভাপতি শেখ- এখলাছ-উর রহমান।






Shares